৭৭ বলে অপরাজিত ২০৫! রাকিম কর্নওয়ালের চার-ছক্কার বন্যা
টি ২০ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি! শুনতে অবাক হলেও এমনই অবিশ্বাস্য নজির গড়লেন রাকিম কর্নওয়াল। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার এতদিন তাঁর স্থূলকার দেহের জন্য ক্রিকেটপ্রেমীদের নজর কাড়লেও এবার বিধ্বংসী ব্যাটিং তাঁকে আনল শিরোনামে।
আমেরিকায় ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে আটলান্টা ওপেনে খেলছেন কর্নওয়াল। সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোয়ার ড্রাইভের বিপক্ষে খেলতে নেমেছিল আটলান্টা ফায়ার। যেই ম্যাচে কর্নওয়াল ৭৭ বলে ২০৫ রানের ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেট ২৬৬.২৩। তাঁর ইনিংসে রয়েছে ২২টি ছয় ও ১৭টি চার।
নির্ধারিত ২০ ওভারে ৩২৬ রান তুলে আটলান্টা ফায়ার। জবাবে ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট উইকেট হারিয়ে মাত্রা ১৫৪ রান তোলে স্কোয়ার ড্রাইভ। ১৭২ রানে জয় তুলে নেয় রাকিম কর্নওয়েলের আটলান্টা ফায়ার।