খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

0

ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন হলো। বুধবার রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হচ্ছে বেশ বড় পরিসরে।

ঢাকার গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও অফিসার্স মেসে ০৫ থেকে ০৯ অক্টোবর, ২০২২ পর্যন্ত ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে-ইরান, মিসর, ভারত, পাকিস্তান, কুয়েত, শ্রীলংকা ও মালয়েশিয়ার পেশাদার খেলোয়াড়রা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ১৬ জন পুরুষ খেলোয়াড়। এছাড়াও মেয়েদের স্যাটেলাইট ট্যুরে অংশ নিচ্ছেন বাংলাদেশের নারী খেলোয়াড়রা। এবারের আয়োজনে আরও রয়েছে চার গ্রুপে বিভক্ত যুব প্রতিযোগিতা, যাতে ঢাকা, কুমিল্লা, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও বিকেএসপি’র ২৭টি ক্লাবের প্রায় দেড় শতাধিক নবীন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

মুহাম্মদ ফারুক খান এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এছাড়াও ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর ইমাদ ইস্পাহানী, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম (হেলাল) এবং ইস্পাহানি গ্রুপের মহাপরিচালক ওমর হান্নান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy