বলে লালার ব্যবহার নিষিদ্ধ, ক্রিকেটে আসছে আরো কিছু নতুন নিয়ম
কোভিডের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিগত দুই বছর বলে লালা ব্যবহার সাময়িক বন্ধ ছিলো। এবার এই নিষেধাজ্ঞাকে স্থায়ী করতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ (২০ সেপ্টেম্বর) আইসিসির চিফ এক্সিকিউটিউব কমিটির বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সঙ্গে আরো বেশকিছু নিয়ম যুক্ত এবং সংস্কার করা হয়েছে।
নতুন নিয়মে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে নতুন ব্যাটসম্যানকে উইকেটে আসার দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। টি-টোয়েন্টিতে অবশ্য আগের মতোই নব্বই সেকেন্ড সময় পাচ্ছেন ব্যাটসম্যানরা।
এছাড়া আরো একটি নতুন নিয়ম নিয়ে এসেছে আইসিসি। বোলার যখন বল করার জন্য দৌড়ানো শুরু করবেন তখন ব্যাটসম্যান দ্বারা যে কোনও বিভ্রান্তিকর কিংবা ইচ্ছাকৃত মুভমেন্টের ফলে আম্পায়ার সেটাকে বিবেচনা করে ডেড বল ছাড়াও ব্যাটিং সাইডকে পাঁচ রানের পেনাল্টি দিতে পারেন।
সংস্কার হয়েছে পুরাতন একটি নিয়ম। এখন থেকে কোনো ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নতুন ব্যাটসম্যানের জন্য উইকেটে এসে সরাসরি স্ট্রাইক প্রান্তে খেলা আবশ্যক করা হয়েছে। ক্যাচ নেয়ার আগে ব্যাটসম্যানরা পিচে একজন অপরজনকে ক্রস করেছে কিনা তা আর বিবেচনা করা হবে না।