খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর ২০২৫

দুইদিনেই শেষ হওয়া পার্থ টেস্টের পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অ্যাশেজের দুইদিনেই শেষ হওয়া পার্থ টেস্টের পিচকে ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ রেটিং দিয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তার আনুষ্ঠানিক প্রতিবেদনে পার্থের উইকেটকে আইসিসির চার ধাপের পিচ মূল্যায়ন নীতিতে সর্বোচ্চ রেটিং দিয়েছেন।

অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়েছিল পার্থ টেস্ট। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি মাত্র দু’দিনেই শেষ হয়ে যায়।
ম্যাচ শেষে পার্থের সেই উইকেট নিয়ে আলোচনা চলছিল। অথচ আইসিসি তাদের সর্বোচ্চ রেটিং দিয়েছে।

আইসিসির নির্দেশনা অনুযায়ী, ‘খুব ভালো’ রেটিং বলতে বোঝায়—পিচে বলের ভালো ক্যারি ছিল, সিম মুভমেন্ট সীমিত আর বাউন্স ছিল ধারাবাহিক।
মানে ম্যাচ মাত্র দুই দিনে শেষ হলেও এই ম্যাচে ব্যাট ও বলের লড়াই ছিল উপভোগ্য ও ভারসাম্যপূর্ণ।

পার্থ টেস্ট শেষ হয়েছে মাত্র ৮৪৭ বলে।

বলের হিসাবে অস্ট্রেলিয়ায় সবচেয়ে অল্প সময়ে শেষ হওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি দ্বিতীয়। এর চেয়ে কম বলে অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে একবার, সেটাও ১৮৮৮ সালে।

পার্থে ম্যাচের প্রথম তিন ইনিংসে আধিপত্য ছিল পেস বোলারদের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক একাই তুলে নেন ৭ উইকেট।
ইংলিশ অধিনায়ক বল হাতে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট, জফরা আর্চাররাও জ্বলে উঠেছিলেন। প্রথম দিনে সব মিলিয়ে উইকেট যায় ১৯টি।

ম্যাচের দ্বিতীয় দিনেও প্রথম সেশন ও দ্বিতীয় সেশনে পেসাররা দাপট দেখায়। নিজেদের দ্বিতীয় ইনিংসেও স্টার্ক, স্কট বোল্যান্ডের সামনে ১৬৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
পেসারদের দাপট দেখানো টেস্টেই একাই ম্যাচের চেহারা পাল্টে দেন ট্রাভিস হেড।
তার ৮৩ বলে ১২৩ রানের ইনিংসে ইংল্যান্ডের ২০৫ রানের টার্গেট অস্ট্রেলিয়া তাড়া করে ফেলে এক সেশনেই।

 

দুইদিনেই শেষ হওয়া পার্থ টেস্টের পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

ফলে রোমাঞ্চকর অ্যাশেজের লড়াইয়ে এগিয়ে গেলেও ক্ষতিটা মানতে হচ্ছে স্বাগতিকদের।
কেবল তৃতীয় ও চতুর্থ দিনের হিসাবেই অস্ট্রেলিয়ার ৩ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে দেশটির সংবাদ সংস্থা এএপি।
পার্থ টেস্টের প্রথম দিনে ৫১৫৩১ এবং পরদিন ৪৯৯৮৩ মিলিয়ে রেকর্ড ১ লাখ ১৫১৪ দর্শক খেলা দেখতে এসেছিলেন।
যা ভেঙে দিয়েছে গত বছর পার্থে চার দিনে শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্টের রেকর্ড। সবমিলিয়ে সেখানে ৯৬৪৬৩ দর্শক ছিল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy