জ্যোতির ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই
সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল (রবিবার) আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।
টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। তিন চারে ১৬ বলে ১৬ রান করে ফিরেন ওপেনার মুর্শিদা অপেনা। এরপর শামীমা সুলতানার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক জ্যোতি। ৭ চারে ৪০ বলে ৪৮ রান করেন শামীমা।
ফিফটি তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা। শুরতে ধীর গতির ব্যাটিং করলেও শেষের দিকে হাত খুলে খেলতে থাকেন তিনি। কেলির বলে আউট হওয়ার আগে ১০ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৬৭ রান করেন টাইগ্রেস অধিনায়ক। ফলে ১৪৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আইরিশরা। ৫ রানেই হারায় দুই উইকেট। আক্রমণাত্মক হয়ে উঠা এইমার রিচার্ডসন ৪ চার ও ১ ছক্কায় ২ বলে ৪০ রান করেন। ৩০ বলে ২৮ রান করে সালমার বলে সাজঘরে ফিরেন লরা।
বাংলাদেশের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সালমা খাতুন। দুই উইকেট করে পেয়েছেন মেঘলা ও নাহিদা আক্তার।