দুর্দান্ত জয়ে আবারো শীর্ষে রিয়াল-আর্সেনাল, মেসির গোলে পিএসজির জয়
অলিম্পিক লিঁওর বিপক্ষে লিওনেল মেসির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। অন্যদিকে হাইভোল্টেজ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের মাঠে রোববার ৩-০ গোলে জিতেছে আর্সেনাল।
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে সোমবার লিঁওর ঘরের মাঠে ১-০ গোলে পাওয়া জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো প্যারিসিয়ানরা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ২২ পয়েন্ট। খেলার মাত্র পঞ্চম মিনিটেই নেইমারের পাসে প্রতিপক্ষের জালের দিকে ঠেলে দেন মেসি। লিঁও গোলরক্ষক লোপেস বল ঠেকাতে ব্যর্থ হন। এরপর মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর দারুণ কিছু প্রচেষ্টা প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন।
রোববার রিয়ালের হয়ে গোল দুটি করেছেন রদ্রিগো ও ফেডেরিকো ভালভার্দে। বদলি নেমে অ্যাটলেটিকোর হয়ে একটি গোল শোধ করেন মারিও হার্মোসো। নিজেদের ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে প্রতিপক্ষের চেয়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সিমিওনের দল। রিয়ালের ৪৭ ভাগ বল দখলের বিপরীতে অ্যাটলেটিকোর দখলে ছিল ৫৩ ভাগ।
রাতের অন্যম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্সেনাল। তাদের হয়ে গোল তিনটি করেছেন উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল জেসুস ও ফাবিও ভিয়েইরা। ৩-০ গোলের এ জয়েই ম্যানচেস্টার সিটিকে সরিয়ে আবার শীর্ষস্থানের দখল নিল আর্সেনাল। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।