এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে শনিবার সকালে দেশে ফিরেছে সাকিব বাহিনী। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় ক্রিকেটাররা।
এশিয়ার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ খেলতে গত ২৩ আগস্ট দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। সংযুক্ত আরব আমিরাতে ১০ দিনেই টাইগারদের মিশনের সমাপ্তি ঘটেছে। গ্রুপ পর্বের দুইটি ম্যাচেই হেরে সুপার ফোরে উঠতে পারেনি বাংলাদেশ। টাইগারদের হারিয়ে এই গ্রুপ থেকে সুপার ফোর পর্বে উঠেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
এদিকে দেশে ফিরে সপ্তাহ খানেক ছুটিতে পাচ্ছে টিম টাইগার্স। বিশ্রাম শেষে টাইগারদের টি-টোয়েন্টি কনসালটেন্ট শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ সেপ্টেম্বর থেকে বিশেষ ক্যাম্প শুরু করবে টাইগাররা।
বাংলাদেশের মিশন এবার নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেই সিরিজে অংশ নিতে ৩০ সেপ্টেম্বর বা তারও আগে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিবদের।