হংকংকে উড়িয়ে সুপার ফোরে পাকিস্তান
রবিবার আবারও ভারত-পাকিস্তান মহারণ। হংকংকে ১৫৫ রানে উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে বিরাট কোহলিদের মুখোমুখি বাবর আজমরা। মুহাম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদিল, সাদাব খান নৈপুণ্যে হংকংয়ের কাছ থেকে দুর্দান্ত জয় পায় ম্যান ইন গ্রীনরা।
আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতের মতোই পাকিস্তানকেও আগে ব্যাট করতে পাঠান হংকংয়ের অধিনায়ক নিজাকত খান। তবে বাবরদের রানের চাকায় বাধা দিতে পারেনি হংকং। ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।
ভারতের মত হংকংয়ের বিপক্ষেও জ্বলে উঠতে পারলেন না বাবর। তবে দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন মুহাম্মদ রিজওয়ান(৭৮) এবং ফখর জমান (৫৩)। দু’জনেই হংকংয়ের বোলারদের উপর চড়াও হন। শেষদিকে খুশদিল শাহ’র ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে ১৯৩ রান জড়ো করে পাকরা।
বিপুল রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হংকংয়ের ইনিংস। ১৬ রানে তারা প্রথম উইকেট হারায়। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। হংকংয়ের কোনও ব্যাটারই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ৩৮ রানে গুটিয়ে যায় তারা।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করলেন বাঁ হাতি স্পিনার শাদাব খান। ২.৪ ওভার বল করে ৮ রানে চার উইকেট নেন তিনি। ৫ রানে ৩ উইকেট নিয়েছেন মুহাম্মদ নওয়াজ। ৭ রানে ২ উইকেট নাসিম শাহ।