কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তানের সেনাবাহিনী
আগামী ২০ নভেম্বর থেকে শুরু এবারের বিশ্বকাপ। প্রথমবার কাতারে বসছে বিশ্বকাপের আসর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। টিকিট বিক্রির ছবিতেই স্পষ্ট, এবার মরুদেশ কাতারে ভিড় জমাবেন ফুটবলপ্রেমীরা। আর সেখানে কাতারের সেনার সঙ্গে হাত মিলিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আসিম ইফতিখার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে আসিম ইফতিখার বলেন, ‘পাকিস্তান ও কাতারের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। নিরাপত্তা, প্রতিরক্ষাসহ বিভিন্ন দপ্তরে আমরা একে অন্যকে সহযোগিতা বজায় রেখেছি। ’
এরই মধ্যে সামরিক জোট ন্যাটো ও তুরস্ক বিশ্বকাপে নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেছে। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের নাম। কাতার বিশ্বকাপে নিরাপত্তা দেবে পাকিস্তানের সেনাসদস্যদের নিয়ে গঠিত একটি দল।
কাতারে বিশ্বকাপ আয়োজনে অবকাঠামোগত উন্নয়নে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি করেন আসিম ইফতিখার।