আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব ও বাংলা টাইগার্স দু’পক্ষই খবরটি জানিয়েছে।
বাংলা টাইগার্সের ভেরিফাইড পেইজে সাকিবের তাদের জার্সি পরিহিত ছবি দিয়ে লিখেছে, ‘অপেক্ষা ফুরালো, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আইকন এখন বাংলা টাইগার্সের আইকন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
অন্যদিকে, সাকিব এক পোস্টে জানান তিনি দলের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন।
তিনি লিখেন, ‘টি-টেন লিগের আগামী মৌসুমে বাংলা টাইগার্স দলের আইকন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়ে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশকে বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করে এমন একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারাটা সব সময়ই আনন্দের। নতুন এ অভিজ্ঞতা পেতে মুখিয়ে আছি।’
আগামী ২৩ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টেন লিগ। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ষষ্ঠ আসরে অংশ নেবে ছয়টি দল। সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। আসরটির আয়োজক আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।