ফিফা র্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, ১৯২ নম্বরে বাংলাদেশ
ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও সর্বশেষ প্রকাশিত র্যাংকিং এর আগে শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। যার ফলে তাদের রেটিং পয়েন্টেও কোনো হেরফের হয়নি।
১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষে ছিল সেলেসাওরা। এখনও তাদের সেই একই পয়েন্ট। ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫। আগের প্রকাশিত র্যাংকিংয়েও ছিল তাদের একই পয়েন্ট। আর চারে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। পাঁচ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।
শীর্ষ তিনটি স্থানের মত সেরা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। সবাই রয়েছে আগের অবস্থানে। একইভাবে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগের প্রকাশিত র্যাংকিংয়েই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজরা। সেই একই অবস্থানে রয়েছে তারা। রেটিং পয়েন্ট মাত্র ৮৮৩.১৮।
সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।