পদত্যাগ করেননি ডমিঙ্গো: বিসিবি
বৃহস্পতিবার সকাল থেকেই চাউর হয়েছিলো বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। দেশের শীর্ষস্থানীয় প্রকাশিত এক দৈনিক ‘চাকরি ছেড়েই দিলেন ডমিঙ্গো’ এই শিরোনামে আর্টিকেল ও প্রকাশ করেন।এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ওঠে আলোচনা-সমালোচনার ঝড়।
তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিষ্কার করেছে পুরো বিষয়টি। রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেননি, এমনটা জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি’র প্রধান নির্বাহী বলেছেন, ‘আসলে আমরা বিষয়টি দেখেছি। আমি মনে করি, এটা হচ্ছে, রাসেলের সঙ্গে কিছু গণমাধ্যম যোগাযোগের পর সেখানে বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাসেল হয়তো একভাবে বুঝাতে চেয়েছেন, কিন্তু দুয়েকটা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে এভাবে (পদত্যাগ করেছেন) এসেছে।’
আগামী অক্টোবরে দুবাইতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরে দলের সঙ্গে ডমিঙ্গো যোগ দেবেন উল্লেখ করে নিজাম বলেন, ‘অক্টোবরে ‘এ’ দলের একটি সফর আছে। সেখানেও সে থাকবে। আমার জানা নেই, এটা (পদত্যাগ) কোথা থেকে এসেছে, এটা বলতে পারবো না।
এর আগে সম্প্রতি দেশের আরেক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে বিস্ফোরক সাক্ষাৎকার দেন ডমিঙ্গো। সেখানে তিনি বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপের দিকে আঙুল তোলেন। বোর্ডের পক্ষ থেকে এমন মন্তব্যের কারণ জানতে চাওয়া হয় প্রোটিয়া এই কোচের কাছে।