এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, ফিরলেন কোহলি
আসন্ন এশিয়া কাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ভারত। যদিও পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে এশিয়া কাপে মাঠে নামতে পারবে না ম্যান ইন ব্লুজরা। কেননা চোটের জন্য এশিয়ার এই সেরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে থাকার পরে এশিয়া কাপের দলে ফিরলেন বিরাট কোহলি। টি-২০ স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুলও। প্রাথমিকভাবে চোটের জন্য বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন রাহুল। তাকে রাখা হয়ে অধিনায়ক রোহিত শর্মার সহকারী হিসেবে।
ব্যাটিংয়ে তেমন চমক না থাকলেও বোলিংয়ে চমক দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। দলে নিয়েছেন পেসার আর্শদীপ সিং, আবেশ খান আর লেগ স্পিনার রবি বিষ্ণোইকে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও আছেন ভারতের ১৫ সদস্যের এই দলে।
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।
স্ট্যান্ড বাই: শ্রয়াস আইয়ার, অক্ষর প্যাটেল এবং দীপক চাহার।