ভাগ্য খুলতে পারে সাব্বির-সৌম্যের
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ বিরতির পর আবারও দেখা যেতে পারে স্টাইলিশ এবং মারকুটে দুই ব্যাটার সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে। তবে দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের সামনে অপেক্ষা করছে একটি সমীকরণ।
কেবল এবং কেবলমাত্র নিয়মিত প্লেয়ারদের মধ্যে যারা ইঞ্জুরিতে আছে, তারা যদি ঠিক সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে ব্যর্থ হয় তবেই তারা আবার ডাক পাবে। বোর্ড থেকে জানানো হয়েছে; আপাতত তাদেরকে ব্যাকআপ প্ল্যানে রাখা হয়েছে।
বিসিবি এক অফিশিয়াল বার্তায় জানায়, সোহানের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে; কিন্তু তার সুস্থ হতে ৩ থেকে ৪ সপ্তাহ লাগবে। যার ফলে এশিয়া কাপের স্কোয়াডে তার থাকার সম্ভাবনা ক্ষীণ।
এছাড়া হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিস করতে পারে লিটন দাস। ইয়াসির এবং সাইফুদ্দিন ইঞ্জুরি থেকে ফিরলেও দলে ফিরতে তাদের দিতে হবে ফিটনেস টেস্ট। এর বাইরে স্বল্পমাত্রার ইঞ্জুরিতে ভুগছেন মুস্তাফিজ (গোড়ালি), মুশফিক (আঙ্গুল) এবং শরিফুল (হাঁটু)।