মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিখ্যাত আম্পায়ার রুডি কোর্টজেন
বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় মুখ আইসিসির সাবেক এলিট প্যানেল ভুক্ত আম্পায়ার দক্ষিণ আফ্রিকান রুডি কোর্টজেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে দক্ষিণ আফ্রিকার রিভারসডেল নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেই দুর্ঘটনায় কোর্টজেন ছাড়াও আরও তিন জন প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে কোর্টজেনের বয়স হয়েছিল ৭৩ বছর।
ধীর গতিতে আঙুল তুলে আউট দেওয়ার জন্য বিখ্যাত কোর্টজেন ১৯৯২ সালে বক্সিং ডে টেস্ট ম্যাচ পরিচালনার মাধ্যমে প্রথম আম্পায়ারিং শুরু করেন। ২০১০ সাল পর্যন্ত আম্পায়ারিং করেন তিনি। ২০০৩ এবং ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করেছিলেন তিনি।
রুডি কোর্টজেন ১০০ এর বেশি টেস্ট ম্যাচ পরিচালনা করার গৌরব অর্জন করেন। এই তালিকায় আছেন শুধু আলিম দার এবং ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনর।
কোর্টজেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনাকারী রেফারি। তিনি মোট ৩৩১ টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। যার মধ্যে ১০৮টি টেস্ট এবং ২০৯টি এক দিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচেও আম্পায়ারিং করেছেন এই অভিজ্ঞ আম্পায়ার।