সব ধরণের ফুটবল থেকে সরে দাঁড়াল সাইফ স্পোর্টিং
সব ধরণের ফুটবল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলাঙ্গনের পরিচিত ক্লাব সাইফ স্পোর্টিং। ক্লাবটি ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্তের কথা।
ক্লাবটির কর্ণধার সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের পক্ষে ফুটবল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি।’
২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জয়ের পর দেশের প্রথম কর্পোরেট দল হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবির্ভাব হয় সাইফ স্পোর্টিংয়ের। দলের অধিনায়ক হন তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া।
গত কয়েক বছর দেশ-বিদেশের নামি ফুটবলার এবং ভালোমানের কোচদের দিয়ে দল গড়ে বিপিএলে শিরোপার রেসেও বেশ ভালোভাবে ছিল তারা। এ বছরও লিগে সেরা তিনে অবস্থান সাইফের।