সবার আগে আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকে স্কোয়াডের অধিনায়ক এবং শাদাব খানকে সহ অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। স্কোয়াডে জায়গা হয়নি পেসার হাসান আলীর। চোট সেরে দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি।
সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের মহাদেশীয় লড়াইয়ের এই টুর্নামেন্টও হবে কুড়ি ওভারের ফরম্যাটে। মঙ্গলবার প্রকাশ হয় এশিয়া কাপের সূচি। তারই একদিন পর আজ (বুধবার) দল ঘোষণা করল রমিজ রাজার পিসিবি।
এবারের এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা হলেও খেলা অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। টুর্নামেন্টটি শুরু হবে ২৭ আগস্ট। ২৮ আগস্ট বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। মহাদেশীয় এই টুর্নামেন্টের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর।
একনজরে পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।