লেজেন্ডস আর ব্যাক…
যাদের খেলা দেখা শুরু করতেই অবসর নিয়েছেন ব্যাট,প্যাড গুছিয়ে। যাদের কথা কমেন্ট্রি বক্স থেকেই শুনেছে শুধু এই প্রজন্ম, যাদেরকে নির্বাচক, কোচের ভূমিকায় দেখেছে দশক ধরে, যাদের রেকর্ডের পাতা খুলে দেখতে চাইলে যেতে হয় অনেকটা পেছনে সেই তারকা খেলোয়াড়রাই আবারো ব্যাট,প্যাডে জমা ধুলো সরিয়ে মাঠে নামার ক্ষণ গণছে।
বিমানের পাইলট ককপিটে, বাংলাদেশ ক্রিকেটের পাইলট যাত্রীদের সিটে। সেলফিতে জাভেদ ওমর বেলিম, নাফিস ইকবাল,সুজন,রফিকসহ আরো অনেকেই। পরনে সবার একই ট্রাভেল টি-শার্ট। সাবেক ক্রিকেটাররা বনভোজনে যাচ্ছেন অনেকটা তেমনই বলতে পারেন।
ভারতের মহা রাষ্ট্রের নিরাপদ সড়ক কর্তৃপক্ষ বিশ্ব ক্রিকেটের লিজেন্ডসদের নিয়ে রোড সেইফটি ওয়ার্ল্ড টি-২০ সিরিজের আয়োজন করেছে। সেখানে খেলতেই মোহাম্মদ রফিকের নেতৃত্বে আজ ভারতের উদ্দেশে দেশে ছেড়েছে বাংলাদেশ লিজেন্ডস টিম। জয়সুরিয়া, দিলশান । জন্টি রোডস, এন্টিনি । শচীন, শেওয়াগ। লারা, রামানারায়েন। পিটারসেন, ট্রটদের সাথে খেলবেন আমাদের রফিক,রাজ্জাক, আফতাবরা। লিজেন্ডসদের মিলনমেলা।
গত বছর ৫ দলের এই টুর্নামেন্ট শুরু হওয়ার ৪ ম্যাচ পরেই করোনার কারনে টুর্নামেন্ট স্থগিত করতে হয়। বছর বিরতির পর আবারো ৫ই মার্চ মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি, চলবে ২১ মার্চ পর্যন্ত । করোনা বিধির কারনে টিম অস্ট্রেলিয়া না আসাতে কপাল খুলেছে বাংলাদেশ লিজেন্ডসের। কেভিন পিটারসেনকে ক্যাপ্টেন করে যোগ হয়েছে ইংল্যান্ড। ৬ দলের এই টুর্মামেন্টে আরো আছে ভারত, শ্রীলংকা, দক্ষিন আফ্রিকাসহ ওয়স্ট ইন্ডিজ।
চায়ের দোকানের আড্ডায় আবারো সরব হবে সুজন, হান্নান সরকার, মেহরাব হোসেন অপি, রাজিন সালেহদের নাম। উল্লাস হবে রফিকের ঘূর্ণিতে শচীনের উইকেটের, উল্লাস হবে জহির খান, ফারভেজ মাহরুফের বলে নাফিস-আফতাবের চার-ছক্কায়।