বিসিবির চাকরি ছেড়েছেন টাইগারদের ফিটনেস ট্রেনার নাথান কেলি
হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়েছেন টাইগারদের ফিটনেস ট্রেনার নাথান কেলি। ইতিমধ্যেই নিজের এই সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি।
২০২৪ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন কেলি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি।
পরিবারকে আরও বেশি সময় দিতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিবিকে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান ট্রেনার।


