১২৭ রানে এগিয়ে ইমার্জিং টাইগাররা
টাইগারদের বোলিং তোপে দ্বিতীয় দিন শেষে আইরিশ উলভসের সংগ্রহ মাত্র ৪ উইকেটে ৩৫ রান। ১২৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। চট্টগ্রামে রাব্বির সেঞ্চুরি মিস করার দিনে বড় লিড পেয়েছে ইমার্জিং দল। উলভসের করা ১৫১ রানের জবাবে প্রথম ইনিংসে ৩১৩ রান করেছে তারা।
তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ১১২ রানের বিশাল জুটি গড়েন রাব্বি। প্রথম দিনে ১ উইকেটে ৮১ রান তুলেছিল এইচপি দল। শেষ পর্যন্ত আর কেউ দাঁড়াতে না পারায় ৩১৩ রানে থামে বাংলাদেশ এইচপি দল।
Stumps, Day 2, Four-Day Match.
Bangladesh Emerging Team vs Ireland Wolves.#BETvIW pic.twitter.com/tlnlhTqzLr
— Bangladesh Cricket (@BCBtigers) February 27, 2021
১৬১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে উলভস। দ্বিতীয় দিনের বিকেলেই চার আইরিশ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছে টাইগার বোলাররা।
টাইগারদের হয়ে স্পিনার তানভির ইসলাম ৯ রানে নিয়েছেন তিন উইকেট।
এন স্পোর্টস