ইউরোপা লিগের শেষ ষোল কেমন দাঁড়ালো?
ম্যানচেস্টার বললে আপনার মনে নিশ্চয় ম্যানচেস্টার ইউনাইটেডের নাম মাথায় আসে। আর মিলান বললে? তাও নিশ্চয় সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন এসি মিলান। এই দুই আইকনিক দল তাদের সেরা সময় ফেলে এসেছে অনেক বছর হলো। চ্যাম্পিয়ন্স লিগেওঁ নেই বেশ কয়েকবছর ধরে, কিন্তু এবার ইউরোপা লিগের ‘শেষ ষোলতে মুখোমুখি হচ্ছে একে অপরের।
ভন বাস্তেন, কাকারা নেই মিলানে, আছেন ইব্রাহিমোভিচ, মানজুকিচরা। খেলবেন রায়ান গিগস, অয়েইন রুনিদের উত্তরসূরি পল পগবা, মার্কাস রাশফোর্ডদের বিপক্ষে। আর্সেনাল মুখোমুখি হবে গ্রিক সাইড ওলিম্পিয়াকোসের বিপক্ষে। গতবার একই দলের কাছে হেরেই বিদায় নিতে হয় গানারদের। টটেনহাম খেলবে ডাইনামো জাগরেবের বিপক্ষে।
🔥 Round of 16 draw! 🔥
Best game? 🤩#UELdraw pic.twitter.com/LlPsMyZjgo
— UEFA Europa League (@EuropaLeague) February 26, 2021
ইউরোপা লিগের রাউন্ড অফ সিক্সটিনে আরো আছে, আয়াক্স, রোমা, ভিয়ারিয়াল ও স্লাভিয়া প্রাহার মতো দল।
প্রতিটা খেলার প্রথম লেগ হবে ১১ মার্চ আর দ্বিতীয় লেগ ১৮ই মার্চ।