ঘরের মাঠে ইংল্যান্ডকে লজ্জায় ডোবাল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে রাজকীয় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল ভারত। ১০ উইকেটের বিশাল জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করল জস বাটলারের ইংল্যান্ড। স্বাগতিকদের দেওয়া ১১১ রানের লক্ষ্য ১৮৮ বল এবং ১০ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে রোহিত শর্মার ভারত।
রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মাত্র ২৫.২ ওভারেই শেষ হয়ে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তাদের চার ব্যাটার ফিরলেন (০) রানে। মাত্র ২৬ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন বাটলার। তিনি ছাড়া ডেভিড উইলি করলেন ২৬ বলে ২১ রান। এ ছাড়া ব্রিডন কার্স ১৫ এবং মঈন আলি ১৪ রান যোগ করেন। মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট নিলেন বুমরা।
ইংল্যান্ডের দেয়া মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানি শুরু করে রোহিতরা। বেশ কিছু দিন ধরে রান না পাওয়া অধিনায়ক রোহিত এবার সমালোচকদের মুখে তালা মেরে দিলেন। দুই ওপেনার ভারতকে জিতিয়েই মাঠ ছাড়লেন। রোহিত ৭৬ রান এবং ধাওয়ান ৩১ রানে অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। মাত্র ১৮.৪ ওভারেই ভারতকে জয় এনে দিল ওপেনিং জুটি।