বিশ্ব একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারত
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপনে বিশ্ব একাদশের বিপক্ষে. ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ম্যাচটি আয়োজন করার জন্য প্রস্তাব দিয়েছে দেশটির সরকার। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমধ্যম এনডিটিভি।
সেখানে তারা জানিয়েছে, দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ম্যাচটি আয়োজনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনো কিছুই নিশ্চিত হয়নি। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে ভারতের পাশাপাশি অন্যান্য দেশের তারকাদের রাজি করানো গেলেই মাঠে গড়াবে ম্যাচটি।
এছাড়া ম্যাচটি কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই বিষয়ে এখনো কোন তথ্য জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বার্মিংহামে আইসিসির ২২-২৬ জুলাইয়ের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহ।
সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লির ফিরোজ শাহ কোটলা কিংবা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে পারে ম্যাচটি।