ওয়ানডেতে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ
চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্সে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজ। যা কিনা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ।
এদিকে মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে আগুন ঝড়ানো বোলিংয়ে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছেন বুমরাহ। ১৯ রানে ৬ উইকেট নেন তিনি। এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রায় আড়াই বছর পর ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেল জাসপ্রিত বুমরাহ।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অবশ্য কোনো হেরফের নেই। শীর্ষ তিনে আছেন বাবর আজম, ইমাম উল হক আর বিরাট কোহলি। এছাড়া টেস্টে তেমন রান না পেলেও ওয়ানডেতে দলের গুরুত্বপূর্ণ জয়ে ব্যাট হাতে শুরুটা ভালো হয়েছে তামিম ইকবালেরও। ২৫ বলে ১ ছক্কা ও ৪ চারে খেলেন ৩৩ রানের ইনিংস।
ব্যাটারদের তালিকায় বাঁহাতি এই ওপেনারের অবস্থান এখন ১৯তম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান মুশফিকুর রহিমের। এই সিরিজে না থাকলেও এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে অভিজ্ঞ এই ব্যাটার।
অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের সাকিব আল হাসানের মাথায়। ৪১০ রেটিং নিয়ে শীর্ষে তিনি। ওই তালিকার নবম স্থানে আছেন মিরাজ।