ট্রাম্পকার্ড সেই জোকোভিচই।সেমিফাইনালের মতোই প্রথম সেট হেরে, পরের তিনটি সেট জিতে ২১ তম গ্র্যান্ডস্ল্যাম ও সপ্তম উইম্বলডন খেতাব জিতলেন সার্বিয়ান তারকা। লড়াই করেও জোকোর ক্লাসের কাছে হার মানতে হলো প্রথমবার উইম্বলডনের ফাইনালে পৌঁছানো অস্ট্রেলিয়ার নিক কিরগিয়াসের।
রবিবার লন্ডনের সেন্টার কোর্টে ৪-৬, ৬-৩,৬-৪ (৭-৬)সেটে কিরগিয়াসকে পরাজিত করলেন জোকোভিচ। প্রথমে কিছুটা দাপট দেখিয়েছিলেন জোকোভিচ । কিন্তু সকলকে অবাক করে ম্যাচে ফিরে আসেন কিরগিয়াস। শেষ পর্যন্ত ৬-৪ ফলে প্রথম সেট জিতে নেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটেই দুরন্ত কামব্যাক করেন জোকো। ৬-৩ ফলে সেট জিতে নেন তিনি।
তৃতীয় সেট শুরু হতেই টানটান লড়াই দেখা যায় দু’জনের মধ্যে। জোকোভিচকে সমানে টক্কর দিয়েছিলেন কিরগিায়সও। মাথা ঠাণ্ডা রেখে ধীরে ধীরে সেটের নিয়ন্ত্রণ নিজের দিকে টেনে নেন জোকোভিচ। শেষ হাসি হাসেন তিনিই। ৬-৪ ফলে সেট জিতে যান সার্বিয়ান কিংবদন্তি।
চতুর্থ সেটেই ম্যাচ জিতে যাওয়ার সম্ভাবনা ছিল জোকোভিচের। কিন্তু প্রথম গেম জিতে এগিয়ে যান কিরগিয়াস।পরের গেমেই সমতা ফেরান সার্বিয়ান তারকা। তবে এই সেটের ভাগ্য পেন্ডুলামের মতোই দুলতে থাকে। টাইব্রেকারে গড়ায় চতুর্থ সেট। শেষ পর্যন্ত ৭-৬ ফলে সেট জিতে যান জকোভিচ।