ইউএস ওপেনের শেষ ষোলোতে জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্ট্রুফকে উড়িয়ে দিয়ে রজার ফেদেরারের আরেকটি রেকর্ড ভাঙলেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে জেতার পথে জোকোভিচ ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য।
আজ সকালের ম্যাচটিতে স্ট্রুফের বিপক্ষে জোকোভিচের জয় ৬-৩, ৬-৩, ৬-২ গেমে। দুর্দান্ত এই জয়ের পথে একাধিক রেকর্ড ভেঙেছেন সার্বিয়ান এই মহাতারকা।
এই জয়ে ৩৮ বছর বয়সী জোকোভিচই এখন এক মৌসুমে চারটি গ্র্যান্ড স্লামের শেষ আটে ওঠা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।
জোকোভিচ এখানে মূলত নিজের রেকর্ডই ভেঙেছেন। বয়স ৩৪ বছর হওয়ার পর এটি আর কেউ করতে পারেননি, অথচ জোকোভিচ এই কীর্তি তৃতীয়বারের মতো করে দেখিয়েছেন।