অবশেষে টানা দুই ফাইনালে হারের পর ২০২৫ সালে গ্র্যান্ড স্লামের দেখা পেলেন আরিনা সাবালেঙ্কা। ইউএস ওপেন নারী এককে মুকুট ধরে রাখলেন ‘হার্ডকোর্টের রানি’ আরিনা সাবালেঙ্কা।
বেলারুশের ২৭ বছর বয়সী এই টেনিস তারকা গতকাল রাতে ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন।
বছরের শেষ গ্র্যান্ড স্লামটি জেতার আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন সাবালেঙ্কা।
অপর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনের সেমিফাইনালে তিনি হেরেছিলেন আনিসিমোভার কাছেই।


