অভিষিক্ত জয়াসুরিয়ার ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা
দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামে শ্রীলঙ্কান ক্রিকেট দল।
পূর্ণাঙ্গ সিরিজে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ৩-২ ব্যবধানে সিরিজ হারলেও টেস্টে শক্তি সামর্থ্যে লঙ্কানদের চেয়ে অনেকটাই এগিয়ে অজিরা। তার ফল দেখা গেল সিরিজের প্রথম টেস্টও। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতে দশ উইকেটে। এমন অবস্থায় সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা আর কিইবা করতে পারবে।
এতটুকু পযর্ন্ত সবকিছু ঠিক ছিলো, যতক্ষণ না পযর্ন্ত সিরিজের দ্বিতীয় টেস্টে লঙ্কানদের বিপক্ষে অজিরা হারে ৩৯ রান ও ইনিংস ব্যবধানে। অবিশ্বাস্য জয়ে গল টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো শ্রীলঙ্কান ক্রিকেট দল। এই বিশাল কৃতিত্বে দুইজনের নাম না বললেই নয়।
গল টেস্টে তৃতীয় দিনে দিনেশ চান্দিমাল এর ডাবল সেঞ্চুরিতে নিজেরদের প্রথম ইনিংসে ৫৫৪ রানে বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। এরপর অভিষিক্ত প্রবাথ জয়াসুরিয়ার দুর্দান্ত বোলিংয়ে স্বপ্নের মতো দিন পার করলো অধিনায়ক দিমুথ করুনারত্নের দল। জয়াসুরিয়া ১ম ইনিংসে ১১৮ রানে তুলেছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে শিকার করেন সমান ৬ উইকেট। টেস্ট অভিষেকে যা কীনা সেরা সাফল্য।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে মার্নাস ল্যাবুশেন ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৩৬৪ রান করে অস্ট্রেলিয়া। এর জবাবে ৫৫৪ রান করে শ্রীলঙ্কা। ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে অজিদের করতে হতো ১৯০, কিন্তু কামিন্সবাহিনী গুটিয়ে যায় ১৫০ রানে। শ্রীলঙ্কার এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় শেষ হলো।