খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

উইন্ডিজকে উড়িয়ে টাইগারদের সহজ জয়

0

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খোয়ালেও নিজেদের শক্তির জায়গা ওয়ানডেতে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। ক্যারিবীয়দের কোন রকম পাত্তাই দেয় নি তামিম ইকবালের দল। শরিফুল-মাহমুদুল্লাহদের পারফরম্যান্সে ৬ উইকেটের জয় টাইগারদের

রোববার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারই পারেননি বাংলাদেশের জয়ে পথে বাধা হয়ে দাঁড়াতে। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ দারুণ একটি ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান। তিনি ৬৯ বলে অপরাজিত ৪১ রান করেন।

দ্বিতীয় সর্বোচ্চ নাজমুল হোসেন শান্তর, তিনি ৩৭ রান করেন ৪৬ বল খেলে। আর অধিনায়ক তামিম ইকবাল ৩৩ রান করেন। শেষ দিকে নুরুল হাসান সোহান অপারজিত ২০ রান করেন।

এর আগে টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমান দলকে প্রথম সাফল্য এনে দেন। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার শাই হোপকে সাজঘরে ফেরান তিনি। এই ক্যারিবীয় ব্যাটার তখন রানের খাতা খুলতে পারেননি।

পরে দলীয় ৩২ রানের মাথায় স্পিনার মেহেদী হাসান সাজ ঘরে ফেরান আরেক ওপেনার কাইল মায়ার্সকে। ওয়েস্ট ইন্ডিজ যখন শুরুর এই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম।

পরে আরও দুই উইকেট তুলে নেন তরুণ স্পিনার মেহেদী হাসান। রোভম্যান পাওয়েল (৯) ও নিকোলাস পুরানের (১৮) উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধ্বস নামান।

কিছুক্ষণ পর শরিফুল আরও দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনংসকে অল্প রানে আটকে দিতে মূল অবদান রাখেন।বাংলাদেশের পক্ষে মিরাজ ৩৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। আর শরিফুল পান চার উইকেট ৩৪ রান খরচায়। মুস্তাফিজ পান এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ : ৪১ ওভারে ১৪৯/৯
(ব্রুকস ৩৩, পুরান ১৮, শেফার্ড ১৫, ফিলিপ ১৯*; মিরাজ ৯-২-৩৬-৩, শরিফুল ৮-১-৩৪-৪)।

বাংলাদেশ : ৩১.৫ ওভারে ১৫১/৪
(তামিম ৩৩, শান্ত ৩৭, মাহমুদউল্লাহ ৪১*; আকিল ৮-০-৪৩-১, পুরান ৭-০-৩৯-১

ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy