পছন্দের ফরম্যাটে জয়ে ফেরার আশায় বাংলাদেশ
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারার পরও ওয়ানডে সিরিজ নিয়ে কিছুটা আশাবাদী থাকতে পারে বাংলাদেশ দল। কেননা ২০১৮ সালে থেকে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে তে হারেনি টাইগাররা। তাছাড়া উইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ না হলেও, ওয়ানডে সুপার লিগে তামিমদের অবস্থান অনেকটা শক্ত পজিশনে।
ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ফরম্যাট যে ওয়ানডে, তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েক বছরে এ ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে লাল-সবুজের দল। ওয়ানডে ফরম্যাটে বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো দলকে হারানোর রেকর্ড থাকায় বাংলাদেশ সাফল্যের প্রত্যাশা করতেই পারে।
গত মার্চে নিজেদের শেষ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে জিতেছিল বাংলাদেশ। ওই সিরিজ জয়ের পর টাইগারদের বিশ্বের যেকোনো ভেন্যুতে সিরিজ জয়ের আশা জোরালো হয়েছে। গত বছরের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় তারা হারিয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে।
আজ রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। তাই গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।