খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪

জয় দিয়ে উইম্বলডন শুরু নাদাল-সিওনতেকের, সেরেনার বিদায়

0

জয় দিয়েই বছরের ৩য় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন শুরু করলেন রেকর্ড ২২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। আর মেয়েদের এককে নিজের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছেন ইগা সিওনতেক। অন্যদিকে, প্রথম রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস।  

প্রথম রাউন্ডের ম্যাচে নাদালকে তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি। প্রথম দুই সেট ৬-৪, ৬-৩ পয়েন্ট ব্যবধানে জিতে অনেকটাই এগিয়ে যান এই স্প্যানিশ তারকা। তবে ৩য় সেট ৩-৬ পয়েন্টে হেরে যান নাদাল।

এরপর আর প্রতিরোধ গড়তে পারেননি ফ্রান্সিসকো সেরুন্দলো। ৪র্থ সেটে এই আর্জেন্টাইনকে ৬-৪ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ২য় রাউন্ডে ওঠেন রাফা। আট এতে ২৩তম গ্র্যান্ডস্ল্যামের জয়ের পথে হাঁটছেন রাফায়েল নাদাল।

ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিওনতেক।

 

অন্য ম্যাচে মেয়েদের এককে ক্রোয়েশিয়ার ইয়ানা ফেটকে ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিওনতেক।পোলিশ তারকার এটি টানা ৩৬তম জয়। যা রীতিমতো রেকর্ড। এই শতকে প্রথম নারী হিসেবে এই কীর্তি গড়লেন তিনি

টাইব্রেকারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন ২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস।

 

তবে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস। ২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা ইনজুরি কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু প্রথম রাউন্ডেই ১১৫ নম্বর ফ্রান্সের হারমোনি টানের বিপক্ষে প্রথম সেটেই ৭-৫ পয়েন্টে হেরে বসেন সেরেনা।

২য় সেটে ৬-১ পয়েন্ট ব্যবধানে জিতে ম্যাচে ফিরে আসলেও শেষ সেটে আর পেরে ওঠেননি সেরেনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন ২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই মার্কিন তারকা।

 

এন স্পোর্টস/ টেনিস

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy