২২৫ রান করেও আইরিশদের বিপক্ষে হারতে হারতে জিতল ভারত
দীপক হুডার সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করল ভারত। দেশকে প্রথম নেতৃত্ব দিতে এসে বড় সাফল্য অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ রানে আয়ারল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া।
আয়ারল্যান্ড-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লড়াই হল সমানে সমানে। দ্বিতীয় ম্যাচেই চমকে দিলেন আইরিশরা। ভারতের ৭ উইকেটে ২২৫ রানের জবাবে আইরিশদের ইনিংস থামল ৫ উইকেটে ২২১ রানে। ম্যাচটি হেরেও যেতে পারতেন হার্দিকরা। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ম্যান ইন ব্লুরা। প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন দীপক হুডা। ৫৭ বলে ১০৪ রান করেন তিনি। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করলেন দীপক হুডা। ৪২ বলে ৭৭ রানের ইনিংস আসে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। ৭ উইকেটে ২২৫ রান তোলে টিম ইন্ডিয়া।
বড় রান স্কোরবোর্ডে তোলায় জয় সহজ মনে হয়েছিল। কিন্তু রান তাড়া করতে নেমে দারুণ পারফর্ম করে আয়ারল্যান্ডও। ওপেনিং জুটিতে ৬৫ রান করে আয়ারল্যান্ড। কিন্তু ৭৩ রানে দুটি উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। ১৫ ওভারে আয়ারল্যান্ডের রান ছিল ১৬৪। ৫ উইকেটে ২২১ রান করে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। হারতে হারতে জিতে যায় পান্ডিয়ার ভারত।