দেশের মাঠিতে নারীদের প্রথম আন্তর্জাতিক প্রীতি সিরিজ জয়
আগের ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া নারী দলকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিলেও আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুরো সময় জুড়ে প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও পারেনি গোলের মুখ খুলতে।
ফলে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়। এক ম্যাচ জয় ও আরেক ম্যাচে ড্র করে দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজ এর সিরিজ জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। যা কিনা ঘরের মাঠে নারীদের প্রথম আন্তর্জাতিক প্রীতি সিরিজ জয়।
মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকরা আগের একাদশ নামালেও মালয়েশিয়া শুরু করেছিল ৫টি পরিবর্তন এনে। তাদের কৌশলই ছিল কোনোভাবে গোল হজম করবে না। আগের ম্যাচে ৩২ মিনিটে হয়েছিল চার গোল। এর দুটোই কর্নার থেকে। তাই মালয়েশিয়ানদের পরিকল্পনাজুড়ে ছিল সেট পিসে বাংলাদেশকে আটকানো। নিজেদের কৌশলে প্রথমার্ধে সফল হয়েছে অতিথিরা।
প্রথমার্ধে ১১টি কর্নার পেয়েও কাঙ্ক্ষিত গোল পায়নি গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধেও একই চিত্র বাঘিনীদের। বিপরীতে রক্ষণ জমাট ছিল মালয়েশিয়ার। বাংলাদেশের কেউ একজন বল নিয়ে ঢুকলেই একাধিক খেলোয়াড় তাকে বাধা দিয়েছেন। বল কেড়ে নিয়ে বিপদমুক্ত হয়েছে। পুরো ম্যাচে দুইবার মালয়েশিয়া বাংলাদেশের বক্সে ঢুকে পোস্টে শট নিতে পেরেছে।
দ্বিতীয়ার্ধেও বেশ কিছু জোড়াল আক্রমণে গেছেন সাবিনারা। কিন্তু গোলের মুখ দেখা হয়নি তাদের। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক দলকে।