বিশ্বকাপের আগে বাংলাদেশ-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই বিশ্বকাপের অষ্টম আসরের ঠিক আগে অস্ট্রেলিয়ান কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে নিউজিল্যান্ডের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান।
এই বিষয়ে পিসিবি সভাপতি রমিজ রাজা বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ খেলুক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেওয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমতো পরীক্ষা করে নিতে পারবে।’
এছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগে ভাগে সেখানে যাবে বাংলাদেশ। তারপর অ্যাডিলেডে দশদিনের ক্যাম্প করবে মাহমুদউল্লাহর দল। ক্যাম্প চলাকালে বিগব্যাশ দলের সঙ্গে খেলবে অনুশীলন ম্যাচ। তারপর ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।