খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে সাকিব আল হাসান

0

বেশ লম্বা সময় ধরে টেস্টে অনিয়মিত থাকায় টেস্ট অলরাউন্ডারের সিংহাসনটা সাকিব আল হাসানের দখলে নেই প্রায় অনেক দিন হল। একটা সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা সাকিব, এখন কেবল মাত্র ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান তার দখলে। 

এদিকে  টি-টোয়েন্টিতে বর্তমানে দুইয়ে থাকলেও টেস্টে নেমে যান চারে। তবে এবার নিজের সেই হারানো সিংহাসন পুনর্দখলের পথে অনেকটাই এগিয়ে সাকিব। আজ বুধবার টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে টপকে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিব।

তবে অবশ্য সিংহাসন ফিরে পেতে অনেক পথ হাঁটতে হবে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। এই মুহূর্তে দুইয়ে থাকা সাকিবের রেটিং ৩৪৬। শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং ৩৮৫। আর ৩৪১ রেটিং নিয়ে তিনে অশ্বিন।

এ তালিকায় শীর্ষ দশে থাকা বাকিরা হলেন- জেসন হোল্ডার (৩২৯), বেন স্টোকস (৩০৭), মিচেল স্টার্ক (২৯১), প্যাট কামিন্স (২৬৩), কলিন ডি গ্র্যান্ডহোম (২৪৩), ক্রিস ওকস (২৩০) ও কাইল জেমিসন (২২৬)।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy