ছয় গোলের রোমাঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাল আবাহনী
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাল আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছে আকাশি-নীলরা। আবাহনীর হয়ে জোড়া গোল করেছেন দোরিয়েলতন গোমেজ রদ্রিগেজ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে আকাশী-নীল জার্সিধারীরা। যার ফলে ম্যাচের ১০ মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে যায় আবাহনী। ৮ মিনিটে দানিয়েল কলিন্দ্রেসের সরাসরি কর্নার কিক লক্ষ্য খুঁজে পায়। বাঁ প্রান্ত থেকে তার ভাসানো বল দূরের পোস্ট দিয়ে অবিশ্বাস্যভাবে জালে ঢোকে।
এ গোলের রেশ কাটতে না কাটতেই দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন। এরপর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মোহামেডানও। ১৯ তম মিনিটে আলমগীরের ক্রস থেকে অধিনায়ক সোলেমান দিয়াবাতের গোলে ব্যবধান কমায় সাদা কালো জার্সিধারীরা।
এরপর ৪৩ মিনিট থেকে প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে নাটকীয়তার দেখা দেয়। ইমন মাহমুদের গোলে আবাহনী ব্যবধান বাড়ালে দুই মিনিটের মধ্যেই ৩-২ করে ফেলে মোহামেডান। কিন্তু এরপরের মিনিটে কলিন্দ্রেসের কর্নার থেকে ব্যাক হেডে আবাহনীর হয়ে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন দোরিয়েলতন। স্কোর লাইন দাঁড়ায় ৪-২।
দ্বিতীয়ার্ধে দুদল আরও বেশ কয়েকবার গোলের চেষ্টা করে। অন্যদিকে ৮১তম মিনিটে আবাহনী মোহাম্মদ রেজাউল করিম রেজা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। তবে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।
১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগে দুইয়েই রইল আবাহনী। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয়ে মোহামেডান। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।