এবার কোচ হিসেবে ক্যারিয়ার শুরু তেভেসের
দিনকয়েক আগে ফুটবলার হিসেবে ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেস। তবে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ঠিকই ফুটবলের সঙ্গেই থাকছেন এই তারকা।
কোচ হয়ে মাঠে ফিরেছেন তেভেস। আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালে কোচের ভূমিকায় দেখা যাবে এই স্ট্রাইকারকে। ক্লাবের টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে। ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তেভেস।
আর্জেন্টিনার জাতীয় টেলিভিশন অনুষ্ঠানে গত ৩ জুন ৩৮ বছর বয়সী তেভেস পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ২০০১ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ইউরোপে ১৪ বছর খেলে ২০১৫ সালে ফিরে আসেন বোকায়।
আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকের পর থেকে প্রায় এক যুগের ক্যারিয়ারে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তেভেস। জাতীয় দলে অভিষেকের বছরে এথেন্স অলিম্পিকসে সোনার পদক জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।