দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে ফিরল ভারত
বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ভারত। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচের পরাজয়ের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো অধিনায়ক ঋষভ পন্তের দল। হর্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল বোলিং তোপে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারাল তারা।
ভিশাখাপত্মনমে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিশানের দুর্দান্ত ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে ৯৭ রান যোগ করে ভারত। ৩৫ বলে ৭ চার ২ ছয়ে ৫৭ রান করেন রুতুরাজ। আরেক ওপেনার ইশান কিশান দেখা পান ফিফটির। ৩৫ বলে করেন ৫৪ রান।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া অপরাজিত ২১ বলে ৩১ রানে ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ২টি, ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, তাবজির শামসি এবং কেশভ মাহারাজ।
জবাবে বিশাল সংগ্রহ এ ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। হর্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল নিয়ন্ত্রিত বোলিংয়ের একে একে সাজ ঘরে ফিরলে প্রোটিয়া ব্যাটাররা। দলের সর্বোচ্চ ২৯ রান করে উইকেট-রক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন।
শেষপযর্ন্ত ইনিংসের ৫ বল বাকি থাকতেই ১৩১ রানে সব উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফলে ৪৮ রানের বড় জয় পায় ভারত। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছনে আছে ঋষভ পন্তের দল।