ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় এমা রাদুকানুর
গত বছর ইউএস ওপেনে জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বুধবার ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন ইংল্যান্ডের ২০ বছর বসয়ী টেনিস খেলোয়াড় এমা রাদুকানু।
রাদুকানু বুধবার সুজান লেংলেন কোর্টে বেলারুশের আলেকজান্ডার সাসনোভিচের বিরুদ্ধে প্রথম সেট কেড়ে নিয়েছিলেন। কিন্তু ম্যাচে ফিরতে সময় নেননি সাসনোভিচ। দু’ঘণ্টার সামান্য বেশি সময়ে রাদুকানুকে ৩-৬, ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন সাসনোভিচ।
রাদুকানু পঞ্চম এবং নবম খেলায় তার প্রথম সেটে বিশ্বের ৪৭ নাম্বার আলিয়াকসান্দ্রার বিরুদ্ধে ৬-৩ সেটে জিতে যান। কিন্তু দ্বিতীয় সেটে ৬-১ এ সমতায় আনেন এই বেলারুশীয়ান তরুণী।
প্রথম দু’বার সার্ভিস ধরে রেখে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন রাডুকানু। তবে এর পরেই দু’বার ব্রেক পয়েন্ট বাঁচাতে হয় তাকে। এর পর তিনি তিনটি উইনার মারেন। পরে আবার একটি ব্রেক পয়েন্ট বাঁচান। ৪৫ মিনিটে প্রথম সেট পেলেও দ্বিতীয় সেট থেকে ছন্দ হারাতে থাকেন ইংল্যান্ডের খেলোয়াড়।
এনিয়ে রাদুকানুকে হারিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠল আলেকজান্ডার সাসনোভিচ।