খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

0

২০২২ সালে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের ২২ তম আসর। আর এই আসর উপলক্ষে বিশ্বাকাপ ট্রফি ভ্রমণ করবে বিভিন্ন দেশ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সফর করবে ট্রফিটি।

ফুটবল বিশ্বকাপের অন্যতম পৃষ্টপোষক প্রতিষ্ঠান কোকাকোলা তাদের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ফুটবল বিশ্বকাপের ট্রফিটি ঢাকায় আসবে।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ৮ জুন ঢাকায় ট্রফি আসার পর প্রদর্শনী শেষে ৯ জুন চলে যাবে। ঢাকায় ৩৬ ঘণ্টা থাকবে। নিরাপত্তা ইস্যু বিবেচনায় ট্রফি প্রদর্শনের স্থান শেষ মুহূর্তে ঘোষণা করবে বাফুফে।

এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে ২০০৩ সালে বাংলাদেশে এসেছিল ট্রফি। সেবার ট্রফিটি অবস্থান করেছিল ৩ দিন। তখন ট্রফি প্রদর্শনীর ব্যবস্থাপনায় ছিল কোকাকোলা। সহযোগিতায় ছিল বাফুফে। এবারও তাই হবে।সেখানে পূর্ব রেজিষ্ট্রেশনের ম্যাধ্যমে ফুটবল প্রেমিরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলেছিলেন। এবং কোকাকোলার সৌজন্যে সঙ্গে সঙ্গেই তারা প্রিন্টকরা ছবিও পেয়েছিলেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy