বৃষ্টি নেই, খেলা শুরু বিকেল চারটায়
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালভাবে হলেও মিরপুরে মধ্যাহ্নভোজের বিরতির আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। প্রায় আড়াই ঘন্টার মুশলধারে বৃষ্টিতে দ্বিতীয় সেশন ও ভেস্তে যাওয়ার পর স্বস্তির খবর, থেমেছে বৃষ্টি। খেলা শুরু হবে বিকেল চারটায়।
উইকেট থেকে সরানো হয়েছে কাভার। সুইপার দিয়ে আউটফিল্ড শুকানো হচ্ছে। মিরপুরের কিউরেটর গামীনি ডি সিলভাকে সাথে নিয়ে মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়েছেন, ম্যাচ শুরু হবে বিকেল চারটায়।
আজ বুধবার দিনের প্রথম সেশনটা ভালোই কাটে বাংলাদেশের। দিনের শুরুতেই লঙ্কানদের জুটি ভেঙেছেন ইবাদত হোসেন। ফিরিয়ে দিয়েছেন কাসুন রাজিথাকে। এরপর থিতু হয়ে যাওয়া দিমুথ করুনারত্নের প্রতিরোধ ভাঙেন সাকিব আল হাসান। জোড়া উইকেট তুলে নিয়ে প্রথ সেশনে বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন সাকিব ও ইবাদত।
এখন পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। টাইগাররা এগিয়ে আছেন ১৫৫ রানে।