রাজকীয় জয়ে জোকোভিচের ফেরা
দুর্দান্ত জয় দিয়েই গ্র্যান্ড স্ল্যামে ফিরলেন নোভাক জোকোভিচ। কোভিড-১৯ টিকা না নেওয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিতাড়িত হওয়ার পর ফ্রেঞ্চ ওপেন দিয়েই বছরে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামেন এই সার্বিয়ান তারকা।
আর নিজের এই প্রত্যাবর্তন ম্যাচে জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে ৬-৩, ৬-১ ও ৬-০ গেমে উড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে জয় পান তিনি।
রোলাঁ গাঁরোয় মঙ্গলবার (২৪ মে) প্রথম রাউন্ডে শুরুর ১০ মিনিটে অবশ্য থিতু হতে কিছুটা সময় লাগে জোকোভিচের। কিন্তু এরপর থেকে ম্যাচ জুড়ে শুধু তারই নিয়ন্ত্রণ। আক্রমণাত্মক খেলার এক সুনিপন প্রদর্শনী সাজান ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা। প্রচুর চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে কোনো কুল-কিনারা খুঁজে পাননি নিশিয়োকা।
এদিকে সহজ জয় পেয়েছেন পুরুষ র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা দানিল মেদভেদেভও। আর্জেন্টাইন ফাকুন্দো বাগনিসকে ৬-২, ৬-২, ৬-২ গেমে হারান ২৬ বছর বয়সী রুশ তারকা। গত ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে ক্যারিয়ারে প্রথম মেজরের স্বাদ পান মেদভেদেভ।