দুইদিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র চেয়ারম্যান গ্রেগ বার্কলে। মিরপুরে বসে দেখবেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম সেশন।
সোমবার (২৩ মে) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম দিনে। এর পর সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।
আইসিসি সভাপতির আসার নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তিনি। যেতে পারেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। সেখানকার সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন তিনি।
এরপর ২৪ মে সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বিমান ধরবেন বার্কলে। যেখানে আইপিএলে প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ দেখার কথা রয়েছে তার।
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেও আইসিসির সভাপতির কাছে চাওয়া পাওয়ার কিছু নেই বললেন বিসিবি বস।
পাপন বলেন, ‘এখানে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা সেটা আমি জানি না। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। পেশাদার যা কিছু হবে আইসিসিতে বসেই হবে।’
২০২০ সালে আইসিসির সভাপতি পদ ছেড়ে দেন ভারতের শশাঙ্ক মনোহর। এরপর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। তবে শেষ পর্যন্ত আইসিসির সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।