কার হাতে উঠবে শিরোপা, ম্যান সিটি না লিভারপুল?
কে জিতবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা? ম্যানচেস্টার সিটি নাকি লিভারপুল? আজ রোববার শিরোপা নিষ্পত্তিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে দু’দল। ম্যান সিটি মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার এবং উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল।
শিরোপা নির্ধারণী রাতে, ম্যাচ দুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পাশাপাশি চলবে সমীকরণের লড়াইও। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে সিটিজেনরা। তবে টপার হলেও, শিরোপা নির্ধারণের ক্ষেত্রে দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে আছে যদি কিন্তুর হিসেব নিকেশ।
ম্যাচে নাটকীয় কিছু না ঘটলে শিরোপা সিটিজেনদের ঘরে। আর নাটকীয় কিছু হলে চ্যাম্পিয়ন লিভারপুলই।
বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি চলতি মৌসুমে শিরোপা জয়ের লড়াইয়ে এখন পর্যন্ত আছে সবার চেয়ে এগিয়ে। ৩৭ ম্যাচ খেলে ম্যান সিটির হাতে আছে ৯০ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট কমে ৮৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। শীর্ষে থাকা দু’দলের ম্যাচ, ড্রয়ের মধ্য দিয়ে নিষ্পত্তি হলে, গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপার মালিকানা পাবে সিটিজেনরা।
এরই মধ্যে কারাবাও কাপ এবং এফএ কাপ জিতে নিয়েছে লিভারপুল। শেষ মুহূর্তে যদি ইপিএল জিতে যায়, তাহলে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে চার শিরোপা জয়ের সম্ভাবনা তৈরী হবে। কারণ, সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালকে হারাতে পারলেই স্বপ্ন পূরণ হয়ে যাবে ক্লপ শিষ্যদের।