আঙুলের চোটে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে পেসার শরিফুল ইসলামের পর এবার দল থেকে ছিটকে গেলেন প্রথম ম্যাচে ৬ উইকেট শিকারি স্পিনার নাঈম হাসান। মূলত আঙুলের চোটে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন এই টাইগার স্পিনার। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল টিম।
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নের স্ট্রেইট ড্রাইভ থামাতে গিয়ে আঙুলে চোট পান নাঈম। এরপর এক্স-রে তে ধরা পড়েছে নাঈমের ডানহাতের মধ্যমা ভেঙে গেছে। কিন্তু সেই চোট নিয়ে ম্যাচের পঞ্চম দিনেও খেলেছেন এ তরুণ অফস্পিনার, বোলিংও করেছেন।
এদিকে ১৫ মাস পর ক্রিকেটে ফিরে দারুণ ফর্মে ছিলেন ২২ বছরের নাঈম। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০ ওভার বল করে ৪টি মেডেনসহ ১০৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। বিসিবি জানিয়েছে, আঙুলের চোট সারতে নাঈমের এক মাসের মতো সময় লাগবে। তাই শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তার আর খেলা হচ্ছে না।
আগামী ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।