ইংলিশ লিগে তৃতীয় স্থান নিশ্চিত চেলসির
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের আসরে শিরোপা কার হাতে উঠবে, লিভারপুল নাকি ম্যানসিটি তা জানতে অপেক্ষা করতে হবে লিগের একবারে শেষ ম্যাচ পর্যন্ত। তবে এদিকে আসরের তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলেছে চেলসি।
এফএ কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে হারের ধকল কাটাতে উঠতে না পারায় ইংলিশ লিগে লেস্টার সিটির বিপক্ষে হোঁচট খেল চেলসি। দুর্বল প্রতিপক্ষ লেস্টার সিটির সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ব্লুজরা।
বৃহস্পতিবার (১৯ মে) ইংলিশ প্রিমিয়ার লিগে রাতের ম্যাচে লেস্টারের বিপক্ষে ঘরের মাঠে মাত্র ৬ মিনিটে জেমস ম্যাডিসনের গোলে পিছিয়ে পড়েছিল চেলসি। তবে ৩৪ মিনিটে সেই গোল শোধ করেন দলটির স্প্যানিশ ফুলব্যাক মার্কোস আলোনসো।
ম্যাচের বাকি সময়ে চেলসি অনেক চেষ্টা করেও লেস্টারের গোলমুখ উন্মুক্ত করতে পারেনি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় থমাস টুখেলের শিষ্যদের।
ফলে ৩৭ ম্যাচে চেলসির পয়েন্ট ৭১। সমান ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার ৬৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। শেষ ম্যাচে রাউন্ডের ম্যাচে চেলসি হারলে ও টটেনহ্যাম জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান। তবে গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকায় ব্লুদের তিন নম্বর স্থান টপকানো আর সম্ভব নয়।