পাকিস্তানের কাশ্মীর প্রিমিয়ার লিগে কোহলি!
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট কাশ্মীর প্রিমিয়ার লিগে (কেপিএল) খেলার আমন্ত্রণ পাচ্ছেন বিরাট কোহলি। সম্প্রতি সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন কেপিএলের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
কাশ্মীরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট (কেপিএল) আয়োজনে শুরু থেকেই বিরোধিতা ছিল ভারতের। এ টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের হুমকি দেয় বিসিসিআই। বিসিসিআই এমনও জানায় যে, কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশ নিলে ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিষিদ্ধ করা হবে ভারত থেকে।
তবে প্রতিবেশি রাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করেই দ্বিতীয় বারের মত কাশ্মীর প্রিমিয়ার লিগের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তাও আবার এবারের আসরে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছেন, ‘আমরা ক্রিকেটকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে চাই, তাই আমরা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে আমন্ত্রণ পাঠাচ্ছি খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করার জন্য; না হয় স্রেফ অতিথি হিসেবে ঘুরে যাওয়ার জন্য। একটা ম্যাচ অন্তত এসে দেখে যান।’
সাক্ষাৎকারে রশিদ আরও জানান, ‘কোহলি আসবে কি না সেটা সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। আমি তো বিসিসিআইকেও এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোরও প্রস্তাব দিয়েছি। এখানেই শেষ নয়, পাকিস্তান সুপার লিগের কর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে এখানে।’