খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

মাজিয়াকে হারিয়ে এএফসি কাপে শুভসূচনা বসুন্ধরা কিংসের

0

এএফসি কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করলো বসুন্ধরা কিংস। বসুন্ধরার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন নুহা মারং।

কলকাতার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের শুরু থেকেই অনেকটা গোছানো ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজোনের শিষ্যরা। যার ফলে ম্যাচের প্রথমার্ধেই বেশ কয়েকবার গোল করার সহজ সুযোগও তৈরি করে বসুন্ধরা কিংস। তবে কাঙ্ক্ষিত ফিনিশিং এর অভাবে একে একে সহজ সুযোগ মিস করতে থাকে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

ম্যাচের সপ্তম মিনিটে পায়ের কারিকুরিতে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে তালগোল পাকিয়ে শট নিতে পারেননি রবিনিয়ো। এর ঠিক চার মিনিটের মাথায় ডিফেন্ডারকে কাটিয়ে রবিনিয়োর নেওয়া কোনাকুনি শট দূরের পোস্ট লেগে ফেরা বল ছোট বক্সের ঠিক ওপর থেকে মোহাম্মদ ইব্রাহিমও বাইরে উড়িয়ে মেরে হতাশা বাড়ান।

এরপর ম্যাচের ২৯তম মিনিটে মিগেল ফিগেইরা দামাশেনোর ফ্রি কিকে শাফিইয়ের ফ্লিক অল্পের জন্য বাইরে গেলে হতাশ চড়ায় বসুন্ধরা শিবিরে। তবে এর চার মিনিট পরই কাঙ্ক্ষিত গোলের উচ্ছ্বাসে ভাসে কিংস।

ম্যাচের ৩৩ মিনিটে নিজেদের সীমনা থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন নুহা মারং। এরপর প্রথমার্ধের বাকি সময় জুড়ে দুই দলের কেউই তেমন শক্ত আক্রমণ করতে না পারায় ফলে ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা কিংস।

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে মাজিয়া।  কিংসের রক্ষণে হানা দিয়েছিল কয়েকবার। তবে পারেনি গোলের মুখ খুলতে।বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি মাজিয়া। দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করলো বসুন্ধরা কিংস। আগামী ২১ মে একই ভেন্যুতে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে কিংস।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy