শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত তাসকিন-শরিফুল
চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফেরেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই দুই পেসারের চোট এখনো ঠিক না হওয়ায়, ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও না খেলার সম্ভাবনা বেশি দুইজনের।
দক্ষিণ আফ্রিকা সফর থেকেই কাঁধের চোটে ভুগছেন তাসকিন।তাই পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে, অন্যদিকে গোড়ালির ইনজুরির সারতে শরিফুলের লাগবে অস্ত্রোপচার। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের খেলার সম্ভাবনা নেই, শরিফুল সম্ভবত লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট মিস করবেন। তাসকিনের কাঁধে চোট, এখন সে পুনর্বাসনে রয়েছে। আমরা তাকে ইংল্যান্ডে পাঠাতে চাই। শরিফুলকেও চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে, এর জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’