শ্রীলঙ্কার কোচিং প্যানেলে নাভিদ-ভাস
শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচিং প্যানেলকে ঢেলে সাজাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। নতুন হেড কোচ হিসেবে ক্রিস সিলভারউডকে নিয়োগ দেওয়ার পর এবার সহকারী কোচ হিসেবে আকবর আলীদের গুরু নাভিদ নেওয়াজ ও পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির কিংবদন্তি পেসার চামিন্দা ভাসকে।
রোববার লঙ্কান বোর্ড (এসএলসি) জানিয়েছে, দুই বছরের চুক্তিতে দলটির সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নাভিদ নেওয়াজকে। ইংল্যান্ডের সাবেক কোচ ক্রিস সিলভারউড এর কোচিং প্যানেলে কাজ করবেন নাভিদ। আর পেস বোলিংয়ে ভাস।
জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন সাবেক বাঁহাতি ব্যাটার নাভিদ। অন্যদিকে, গত দশ বছরে বিভিন্ন মেয়াদে শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে কাজ করলেও আপাতত আসন্ন বাংলাদেশ সফরে কাজ করবেন কিংবদন্তি বাঁহাতি পেসার চামিন্দা ভাস।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেছে নাভিদ নেওয়াজের নাম। বাংলাদেশ তার হাত ধরেই ক্রিকেটে প্রথম বৈশ্বিক শিরোপা ছিনিয়ে এনেছে। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন তিনি।
সিলভারউড-নাভিদ-ভাস কোচিংয়ের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সিরিজ। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মে’র প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবে লঙ্কানরা।